28.2 C
Dhaka
Friday, July 25, 2025

ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

advertisment
- Advertisement -spot_img

নাটোরের সিংড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় সাকিবুল হাসান স্বচ্ছ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিবুল হাসান স্বচ্ছ সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইর গ্রামের বাসিন্দা। তিনি আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক পোস্ট দেওয়ার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী থানায় বিক্ষোভ করে এবং সাকিবুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মবিরোধী উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। ১৪ মার্চ তিনি শাহবাগের এক আন্দোলন নিয়ে পোস্ট দেন এবং একাধিক কমেন্টে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে সতর্ক করলেও তিনি তাতে কর্ণপাত করেননি।

এ ঘটনার পর তিনজন স্থানীয় বাসিন্দা থানায় গিয়ে সাকিবুল ও তার বোন উম্মে আমারা ইসলাম সুখির বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিবুলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর থানার সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী। তারা সাকিবুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। পরে পুলিশ আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ