28 C
Dhaka
Friday, July 25, 2025

‘ইমানি হাজিরা’ বলে ‘মার্চ ফর গাজা’কে আখ্যায়িত করলেন মিজানুর রহমান আজহারী

advertisment
- Advertisement -spot_img

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষ অংশ নেন। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এই গণসমাবেশে অংশগ্রহণকারীরা হাতে রাখেন বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা, আর কণ্ঠে তুলে ধরেন ন্যায়বিচারের দাবি।

সমাবেশ থেকে ঘোষিত বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। সেইসঙ্গে ফিলিস্তিনে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্বাধীনতা-শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এই গণসমাবেশকে ‘ইমানি হাজিরা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি নিজের ফেসবুক পেজে লিখেন, “এটি কেবল একটি মার্চ ছিল না, বরং ছিল বিবেকের প্রতিধ্বনি, ন্যায়ের পক্ষে জাগ্রত এক ইমানি জবাব। এটি ঐক্যবদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, “ঠিক কবে গোটা বাংলাদেশ এমনভাবে একত্র হয়েছিল, তা বলা কঠিন। তবে দেশের স্বার্থ ও উম্মাহর প্রয়োজনে ভবিষ্যতেও আমরা একইভাবে ঐক্যবদ্ধ হবো ইনশাআল্লাহ।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ