28 C
Dhaka
Friday, July 25, 2025

হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

advertisment
- Advertisement -spot_img

হজযাত্রীদের সেবাকে সহজতর করতে নির্মিত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো তৈরি এই অ্যাপের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারেন, সেজন্য ‘লাব্বাইক’ অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে হজের যাবতীয় সহায়তামূলক ফিচার থাকায় এটি হজযাত্রীদের একাগ্রচিত্তে হজ পালনে বড় সহায়ক হবে।”

তিনি নির্দেশনা দেন, আগামী বছর থেকে যেন হজের চিন্তা-ভাবনার শুরু থেকেই এই অ্যাপ ব্যবহারের সুযোগ নিশ্চিত করা হয়। এছাড়া হজ ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা গ্রহণের আহ্বান জানান এবং যেসব দেশে এ ধরনের প্রযুক্তি নেই, তাদের জন্য অ্যাপটির কারিগরি সহায়তা বিনা মূল্যে প্রদানের প্রস্তাব দেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে অ্যাপটিকে আরও সহজবোধ্য ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে কাজ চলবে।

এ সময় তিনি ‘হজ প্রিপেইড কার্ড’ ও ‘হজ রোমিং প্যাকেজ’ সুবিধারও উদ্বোধন করেন। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়‍্যব উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ