স্পেনের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড দিয়েগো জোতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে স্পেনের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ও ক্রীড়া সংবাদমাধ্যম মার্কা।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ও দমকল বিভাগ জানায়, ভোররাতে জোতার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। গাড়িতে জোতার সঙ্গে ছিলেন তার ভাইও। দুর্ঘটনাস্থলেই দুজনেরই মৃত্যু হয়।
দিয়েগো জোতার জন্ম পর্তুগালের পোর্তো শহরে। পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন পাসোস দে ফেরেইরাতে। এরপর খেলেন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে। পরে লিভারপুলে যোগ দিয়ে জেতেন এফএ কাপ, লিগ কাপ এবং ২০২৪–২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা।
জাতীয় দলের হয়ে দিয়েগো জোতা ছিলেন পর্তুগালের আক্রমণভাগের অন্যতম ভরসা। দেশের জার্সিতে তিনি ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগ জয় করেন।
ফুটবল দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে জোতার আকস্মিক মৃত্যুতে। ক্লাব, সতীর্থ ও ভক্তরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।


