28.7 C
Dhaka
Wednesday, July 23, 2025

সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি : বিসিবি সভাপতি

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তর্কাতীতভাবে সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে এই অলরাউন্ডার সর্বশেষ মাঠে নামেন ২০২3 সালের আগস্টে, ভারতের বিপক্ষে। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তার দেশে ফেরা হয়নি। সে থেকেই জাতীয় দলেও দেখা যাচ্ছে না তাকে।

এখনো বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেললেও লাল-সবুজ জার্সিতে আর ফিরবেন কিনা, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছেই। সম্প্রতি গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব—ব্যাট হাতে ৫৮ রান এবং বল হাতে ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট। এরপরই তাকে নিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন আবার জোরালো হয়।

গত শনিবার বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, “সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট বিষয়টি দেখছে।”

তবে বিষয়টি নিয়ে বিসিবির শীর্ষ পর্যায়ে কোনো আলোচনা হয়নি বলে জানালেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৪ জুলাই) ঢাকা পোস্ট-কে তিনি বলেন,
“না, না (সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে) এ ধরনের কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন কিছু হলে তো বোর্ডে আলোচনা হতো। আমি অফিসিয়ালি এখনও এমন কিছু শুনিনি, এটাই সত্য।”

তাহলে কি সাকিবের ফেরার খবরটি নিছক গুজব? এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন,
“বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি (সাকিবকে ফিরিয়ে আনার বিষয়ে)। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এই আলোচনা গত দুই বছর ধরেই চলছে। এই তথ্য গুজব কি না আমি বলতে পারি না, তবে আমি বোর্ড সভাপতি হিসেবে এখনো কিছু জানি না।”

এর আগে শনিবার গণমাধ্যমে ইফতেখার মিঠু বলেছিলেন,
“বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। আগে কীভাবে চলেছে জানি না, তবে এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছেন। তারা অবশ্যই বিষয়টি দেখবে।”

সবমিলিয়ে, সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি বলেই জানাচ্ছে বিসিবির সর্বোচ্চ মহল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ