বাংলাদেশকে ১১১ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১১০ রানে অলআউট করে টাইগাররা।
রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে সফরকারী পাকিস্তান। শুরু থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধুঁকতে থাকে পাকিস্তানি ব্যাটাররা।
দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বলে ৬ রান করা সাইম আইয়ুব বোল্ড হয়ে ফেরেন। এরপর শেখ মেহেদি হাসানের বলে ক্যাচ দিয়ে ফিরে যান মোহাম্মদ হারিস। অধিনায়ক সালমান আগাকেও বেশি সময় টিকতে দেননি তানজিম সাকিব, তাকে ক্যাচ আউট করেন। এরপর মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন হাসান নাওয়াজ। মোহাম্মদ নাওয়াজ রান আউট হন।
একে একে দলীয় ৪৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। যদিও কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে ফখর জামান, কিন্তু তিনিও ৪৪ রান করে আউট হলে আবারও ধস নামে।
বাংলাদেশ এদিন খেলেছে ৩ পেসার ও ১ স্পিনার নিয়ে। সবশেষ পাকিস্তান সফরে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিলো বাংলাদেশ। তবে ঘরের মাঠে জয় পেতে মুখিয়ে আছে টাইগাররা।
উল্লেখ্য, ২০১৫ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ।


