ফিফা র্যাংকিংয়ে রেকর্ড ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত জুনের সর্বশেষ হালনাগাদে দলটির অবস্থান ছিল ১২৮তম।
এবারের হালনাগাদে বাংলাদেশের মেয়েরাই সবচেয়ে বেশি ধাপ এগিয়েছে—আর কোনো দেশ এতটা এগোয়নি।
গত জুনে এশিয়ান কাপ বাছাইপর্বে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন এবং ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়েছিল বাংলাদেশ। এই দুই জয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় পিটার বাটলারের দল। আর এগিয়ে থাকা দলের বিপক্ষে জয়ের কারণেই র্যাংকিংয়ে এমন নজরকাড়া উন্নতি হয়েছে।
অন্যদিকে, এক ধাপ এগিয়ে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে নারী ইউরোর বর্তমান রানার্সআপ স্পেন। ফলে শীর্ষস্থান হারিয়ে যুক্তরাষ্ট্র এখন দ্বিতীয় অবস্থানে।


