20 C
Dhaka
Thursday, January 15, 2026

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে শুভসূচনা বাংলাদেশের

advertisment
- Advertisement -spot_img

এশিয়া কাপের সুপার ফোরে দারুণভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় টাইগাররা।

শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১ রানের মাথায় তানজিদ হাসান শূন্য রানে বিদায় নিলেও চাপ সামাল দেন সাইফ হাসান ও লিটন দাস। ৫০ রানের জুটি গড়ার পর লিটন ব্যক্তিগত ২৩ রানে আউট হন।

এরপর সাইফ ও তাওহীদ হৃদয় ইনিংসকে এগিয়ে নেন। চার-ছক্কার আঘাতে সাইফ তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। শেষ পর্যন্ত তিনি ৪৫ বলে ৬১ রান করে আউট হলেও জয়ের ভিত্তি গড়ে দেন।

হৃদয়ের ব্যাটে আসে দায়িত্বশীল ইনিংস, যা টাইগারদের সহজেই লক্ষ্যে পৌঁছে দেয়। ফলে সুপার ফোরের প্রথম ম্যাচেই আত্মবিশ্বাসী জয় তুলে নেয় বাংলাদেশ দল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ