20 C
Dhaka
Thursday, January 15, 2026

এশিয়া কাপে ৪ বার ডাক খাওয়া সাইম এখন বিশ্বসেরা অলরাউন্ডার

advertisment
- Advertisement -spot_img

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন পাকিস্তানের সাইম আয়ুব। সাত ম্যাচের চারটিতেই ডাক মেরেছেন তিনি। তবে বল হাতে ঝলক দেখান এই তরুণ ক্রিকেটার। মিতব্যয়ী বোলিংয়ে শিকার করেন ৮ উইকেট। আর এই পারফরম্যান্সের সুবাদেই টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন সাইম আয়ুব।

দীর্ঘদিন ধরে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন ভারতের হার্দিক পান্ডিয়া। এবার তাকে সরিয়ে শীর্ষে জায়গা করে নিলেন সাইম। চার ধাপ এগিয়ে ২৪১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। সাইমের চেয়ে ৮ রেটিং পয়েন্ট পিছিয়ে এখন দুই নম্বরে আছেন হার্দিক।

শুধু সাইম নন, এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করে র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা।

অন্যদিকে ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিংয়ে ঝড় তুলেছেন এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করার পর তার রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯৩১— যা টি-টোয়েন্টিতে সর্বকালের রেকর্ড।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ