20 C
Dhaka
Thursday, January 15, 2026

নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্ব ছাড়তে চান সুজন

advertisment
- Advertisement -spot_img

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলের অনুশীলন চলাকালে হঠাৎ ক্ষুব্ধ হয়ে ওঠেন সুজন। একপর্যায়ে তিনি রাগ করে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান।

এ সময় কোথায় যাচ্ছেন—এমন প্রশ্নে সুজন বলেন, “আমি কোনোভাবেই বিপিএল করব না।” একই সঙ্গে তিনি নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্বে আর থাকতে চান না বলেও জানান।

সুজন মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় দলের কয়েকজন কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করলেও সফল হননি। পরে নোয়াখালীর সহকারী কোচ তালহা জুবায়েরকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে স্টেডিয়াম ত্যাগ করেন তিনি।

ঘটনাটি নিয়ে নোয়াখালী এক্সপ্রেস কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ