20 C
Dhaka
Thursday, January 15, 2026

‘ভারত একজনকেই নিরাপত্তা দিতে পারছে না, পুরো টিমকে কীভাবে দেবে’—বিসিবি সভাপতি

advertisment
- Advertisement -spot_img

ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান কূটনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের অধিকার নিয়ে লড়াই অব্যাহত রাখার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিসিবির অবস্থান তুলে ধরেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আমরা প্রথমেই আইসিসিকে চিঠি দিয়েছি। খেলোয়াড়দের বিষয়টি আমাদের দেখার স্কোপে আছে। কিন্তু খেলোয়াড়দের বাইরেও একটি বড় জনগোষ্ঠী রয়েছে—আমাদের সাংবাদিক, ক্রিকেট স্পনসর ও ক্রিকেট ভক্তরা খেলা দেখতে যাবেন। তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘এ কারণে আমরা সরকারের পরামর্শ নিচ্ছি। কারণ, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমাদের সরকারের নির্দেশনা অনুসরণ করতে হয়। সেই বিষয়গুলো জানতেই আমরা আজ এখানে এসেছিলাম।’

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে কি না—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের অধিকার আদায়ে আমরা লড়াই করে যাব। এর আগে অনেকগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এমন প্রশ্ন তুলিনি। এবার যৌক্তিক কারণ আছে বলেই আমরা বিষয়টি সামনে এনেছি।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি, আইসিসির কাছে আমাদের যুক্তিগুলো তুলে ধরতে পারবো। ভারত একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো ক্রিকেট দল ও সংশ্লিষ্টদের কীভাবে নিরাপত্তা দেবে—সেই প্রশ্ন থেকেই যায়।’

বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতে না চায় এবং বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গ আসে—এ বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘বিসিবি সেটিও বিবেচনায় রাখবে। অতীতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে যায়নি, আবার সাম্প্রতিক কয়েকটি বিশ্বকাপে পাকিস্তানও ভারতে যায়নি। আমরাও আশা করছি, এই বিষয়ে একটি সঠিক ও যৌক্তিক জবাব পাওয়া যাবে।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ