17 C
Dhaka
Saturday, January 17, 2026

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা, নতুন ২ মুখ ব্রাজিলের

advertisment
- Advertisement -spot_img

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বেশ বাজে অবস্থায় ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে ৮ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান ৫ নম্বরে। সবার ওপরে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী মাসে চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচ উপলক্ষে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।

ব্রাজিলের ঘোষিত এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুইজন। তারা হলেন ফরাসি ক্লাব লিওঁতে খেলা আবনের এবং বোটাফোগোর ফরোয়ার্ড ইগর জেসুস। দলে ফিরেছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া এবং আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

এদিকে নেইমারকে নিয়েও কোনো সুখবর দিতে পারলেন না দরিভাল জুনিয়র। নেইমারকে পেতে আরও ধৈর্য ধরতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। গত বছরের অক্টোবরে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। তারপর থেকে এখনো পর্যন্ত মাঠের বাইরে আছেন তিনি। 

ফুটবলে ব্রাজিলের সময়টা একদমই ভালো যাচ্ছে না। গত কাতার বিশ্বকাপে হতাশার পর দলটি ব্যর্থ হয়েছে সবশেষ কোপা আমেরিকাতেও। অথচ, এই সময়ে সাফল্যের পর সাফল্য পাচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। চলতি মাসে সবশেষ ম্যাচেও প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে ব্রাজিল। 

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল স্কোয়াড

  • গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন
  • রক্ষণভাগ: গিলের্মো আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, দানিলো, আবনের, ভ্যান্ডারসন ও মার্কিনিওস
  • মিডফিল্ডার: লুকাস পাকেতা, আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন
  • আক্রমণভাগ: ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া, লুইস হেনরিক, সাভিনিও, ইগর জেসুস

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ