দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডকে এক ইনিংস ও ১৫৪ রানে হারিয়েছে শ্রীলংকা। এর ফলে কিউইদের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা। এর আগে সিরিজের প্রথম টেস্ট ৬৩ রানে জিতেছিল লংকানরা।
গল টেস্টের তৃতীয় দিনেই মূলত টেস্টের ভাগ্য লেখা হয়ে গেছে। নিউজিল্যান্ডের ইনিংস ব্যবধানে হারা ছিল শুধু সময়ের অপেক্ষা। যেখানে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট ১৯৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। ইনিংস হার এড়াতে তখনো কিউইদের করতে হতো ৩১৫ রান। দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে গেছে ৩৬০ রানে।
কাল প্রথম ইনিংসে শ্রীলংকার ৬০২ রানের জবাবে লংকান স্পিনার প্রবাত জয়াসুরিয়ার ঘূর্ণিতে নিউজিল্যান্ড গুটিয়ে যায় মাত্র ৮৮ রানে। ৬ উইকেট নেন জয়াসুরিয়া। প্রথম ইনিংসে শ্রীলংকা এগিয়ে ছিল ৫১৫ রানে। এরপর দ্বিতীয় ইনিংসেও কিউইরা ভালো ব্যাটিং করতে পারেনি।
নিউজিল্যান্ড ফলোঅন করতে নেমে প্রথম ওভারে কোনো রান করার আগেই হারিয়ে ফেলে ওপেনার টম ল্যাথামকে। অভিষিক্ত অফ স্পিনার নিশান পেইরিস নিয়েছেন উইকেটটি। এরপর দ্বিতীয় উইকেটে ৯৭ রান যোগ করেন ডেভন কনওয়ে ও কেইন উইলিয়ামসন। ৪ ওভারের মধ্যে ১৩ রানের ব্যবধানে বিদায় নেন দুজন। কনওয়ে ৬২ বলে ৬১ ও উইলিয়ামসন ৫৮ বলে করেন ৪৬ রান।
ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্রও দ্রুত ফেরেন। ৮ ওভারের মধ্যে ১ উইকেটে ৯৭ থেকে ৫ উইকেটে ১২১ রান হয়ে যায় নিউজিল্যান্ডের স্কোর। এরপর ব্লান্ডেল ও ফিলিপসের প্রতিরোধ। টিকে থাকতে পাল্টা আক্রমণের পথ বেছে নেন দুজনই। ব্লান্ডেল ও ফিলিপস দুজনেই ফিরেছেন আজ। ব্লান্ডেল করেছেন ৬০ রান ও ফিলিপস ৭৮। দুজনকেই আউট করেছেন পেইরিস।
পেইরিস ক্যারিয়ারের প্রথম টেস্টেই দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন তিনি, যার ৬টি দ্বিতীয় ইনিংসে। দুই ইনিংস মিলিয়ে শ্রীলংকার স্পিনাররা নিয়েছেন নিউজিল্যান্ডের ১৯ উইকেট। কাল টেস্ট ক্যারিয়ারের প্রথমবার এক দিনে দুবার আউট হয়েছেন কেইন উইলিয়াসমন।
এর আগে প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে শ্রীলংকা রানপাহাড় গড়েছিল। দীনেশ চান্ডিমালের পর সেঞ্চুরি করেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। ১৮২ রানের অপরাজিত ইনিংস খেলে একের পর এক রেকর্ড গড়েন কামিন্দু।
কামিন্দু ম্যাচ সেরা ও দুই টেস্টে ১৮ উইকেট নিয়ে সিরিজ সেরা প্রবাদ জয়সুরিয়া।
শ্রীলংকার কাছে ২-০তে সিরিজ হারার পর নিউজিল্যান্ড যাবে ভারত সফরে। তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১৬ অক্টোবর শুরু হবে।


