16 C
Dhaka
Saturday, January 17, 2026

আবারো বিপিএলে অবিক্রিত মোসাদ্দেক-মোমিনুল

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর একাদশ মৌসুমের প্লেয়ার্স ড্রাফট ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এই ড্রাফটে সাতটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা ১৬ জন বিদেশি এবং ৬২ জন স্থানীয় ক্রিকেটারকে নির্বাচন করেছেন। তবে, স্থানীয় ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলের দুই সদস্য কোনো দলে জায়গা পাননি এবং তারা টানা দুই আসরে অবিক্রিত রয়ে গেলেন। মুমিনুল হক এবং মোসাদ্দেক হোসেন প্রথমবারের মতো ড্রাফটে অবিক্রিত।

মুমিনুল এবং মোসাদ্দেক স্থানীয় ক্রিকেটারদের ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ছিলেন, যেখানে মোট ২২ জন ছিলেন। কিন্তু তারা দুজনেই দলে স্থান পাননি। মুমিনুল কেবল টেস্ট ফরম্যাটে খেলার কারণে এমনটি প্রত্যাশিত ছিল। আগের আসরেও তিনি দলে অন্তর্ভুক্ত হননি, পরে রংপুর রাইডার্স তাকে দলে নিয়েছিল, তবে তিনি মাত্র এক ম্যাচে অংশগ্রহণ করেছেন।

অন্যদিকে, মোসাদ্দেক হোসেনও একই ‘সি’ ক্যাটাগরিতে থেকে ড্রাফট শেষে অবিক্রিত রয়ে গেছেন। পূর্ববর্তী আসরে তিনি দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ঢাকার দলে ছিলেন, কিন্তু এবারের মৌসুমে দলের নাম ও মালিকানা পরিবর্তিত হয়েছে। তিনি ৯ ম্যাচে ৯১ রান ও ৩ উইকেট নিয়ে সন্তোষজনক পারফরম্যান্স দেখাতে পারেননি।

এদিকে আসন্ন মৌসুমের জন্য রিশাদ হোসেনকে এক লাফে ‘এ’ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে, যদিও গত আসরে তিনি ‘ই’ ক্যাটাগরিতে ছিলেন। ৬০ লাখ টাকার সমমূল্যের ক্যাটাগরিতে তিনি কিছু সময় দল পাননি, তবে শেষ পর্যন্ত ৮৫তম খেলোয়াড় হিসেবে ফরচুন বরিশালের দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ