আজ সকাল থেকেই জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করার খবর রটতে শুরু করেছে। দুপুর ১টার পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায় যে বিকেল সাড়ে ৩টায় সভাপতি ফারুক আহমেদ সংবাদ সম্মেলন করবেন।
বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের বিষয় উল্লেখ না থাকলেও, বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে এটি হাথুরুসিংহের বিষয়ে হবে। আশা করা হচ্ছে, সেখানে তাকে বরখাস্ত করার বিষয়ে ঘোষণা আসতে পারে।
বিসিবির দায়িত্ব নেওয়ার পর নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, “আমি এখনও নিশ্চিত নই হাথুরুসিংহের চুক্তির মেয়াদ কতদিন। তবে আমি আগের অবস্থানে আছি—আমি তাকে বিদায় দিতে চাই। এখন দায়িত্বে আসার পর বিকল্প খুঁজে দেখব, তার চেয়ে ভালো কাউকে পাওয়া যায় কিনা, অথবা তার সমমানের কাউকে খুঁজে পাওয়া যায় কিনা তা বিবেচনা করব।”
তিনি আরও বলেন, “আমি সিইও এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করব, যারা আগে কাজ করেছেন তাদের সঙ্গেও কথা বলব। তবে এখন পর্যন্ত আমার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।”


