বিশ্ব ফুটবলে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা, যা অবাক করার মতো। এবার ফরাসি তারকা কিলিয়ান এমবাপের নাম জড়ালো ধর্ষণের অভিযোগে। সুইডেনে এক মহিলার ধর্ষণের অভিযোগ সামনে এসেছে, যদিও সুইডিশ পুলিশ সরাসরি তার নাম প্রকাশ করেনি। কিন্তু সে দেশের একটি সংবাদপত্র দাবি করেছে অভিযুক্ত ফুটবলার এমবাপে। এই ঘটনায় ফরাসি তারকাও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন।
এমবাপে, যিনি গত দুই বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে নজর কেড়েছিলেন—২০১৮ সালে তার নেতৃত্বে ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হয় এবং ২০২২ সালে তারা রানার্সআপ হয়—এবার মারাত্মক এক অভিযোগের মুখোমুখি হলেন। সম্প্রতি ইউরো কাপে নিজের সেরা ফর্মে না থাকলেও এমবাপে ফুটবল বিশ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
এই ধর্ষণের অভিযোগে এমবাপে একমাত্র ফুটবলার নন; এর আগে ব্রাজিলের ডানি আলভেজের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছিল। সুইডেনের সংবাদমাধ্যম এক্সপ্রেসেনের প্রতিবেদন অনুযায়ী, এমবাপে সম্প্রতি সুইডেনে ভ্রমণকালে এই অপরাধ ঘটিয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগকারীর চিকিৎসা গ্রহণের সময় এই ঘটনা জনসমক্ষে আসে।
এই ঘটনার পর সুইডিশ পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে।


