জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা আমিনুল ইসলাম বুলবুল বিসিবিকে নিজেদের পরিকল্পনায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি অন্য দেশের পরিকল্পনা “কপি-পেস্ট” করা বন্ধ করার পরামর্শ দিয়েছেন।
আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। গত সোমবার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট, যেখানে সাতটি ফ্র্যাঞ্চাইজি দল তাদের খেলোয়াড় নির্বাচন করেছে। তবে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই আসরের আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন বুলবুল।
দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান মনে করেন, টি-টোয়েন্টি লিগ আয়োজনের চেয়ে ক্রিকেটের মৌলিক উন্নয়নে মনোযোগ দেয়া উচিত। বিপিএল সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চেয়েছেন, এতদিনের বিপিএল থেকে দেশের কী লাভ হয়েছে। ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি এই বিষয়ে বিসিবিকে কয়েকটি সুপারিশও করেছেন।
যদিও বুলবুলের বোর্ডে আসার কথা মাঝে মাঝে শোনা যায়, তিনি এখনো কোনো পদে দায়িত্ব পালন করছেন না। পোস্টে তিনি বলেন, “বিপিএল কেন? আমাদের ক্রিকেটের এই মুহূর্তে এর প্রয়োজন নেই। কেন আমরা সবসময় অন্য দেশের পরিকল্পনা নকল করি?”
তিনি আরও বলেন, “আমরা যদি ক্রিকেটের প্রকৃত উন্নয়ন চাই, তাহলে আমাদের আগে ঘরোয়া ক্রিকেটকে উন্নত করতে হবে। শেষ দশটি বিপিএল থেকে আমরা কী পেয়েছি? বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে, কিন্তু তার ফলাফল কোথায়?”
তার সুপারিশগুলোর মধ্যে রয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটকে আরও আকর্ষণীয় করা এবং ক্রিকেটারদের সামগ্রিক দক্ষতা বাড়ানো। তিনি বলেন, “একজন টেস্ট খেলোয়াড় সব ফরম্যাটে খেলতে পারে, কিন্তু একজন টি-টোয়েন্টি খেলোয়াড় অন্য ফরম্যাটে সফল হতে পারে না।”
বুলবুল বিসিবিকে সচেতন হওয়ার পাশাপাশি নিজস্ব উন্নয়ন পরিকল্পনা তৈরি করার তাগিদ দেন। তিনি বলেন, “কপি-পেস্টের বদলে আমাদের নিজেদের পথ তৈরি করতে হবে। ক্রিকেটকে গ্রাম, উপজেলা, স্কুল-কলেজের সাথে আরও গভীরভাবে যুক্ত করুন, কারণ এখানেই রয়েছে আমাদের প্রকৃত প্রতিভা।”


