ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ইনিংসে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে। বৃহস্পতিবার, বেঙ্গালুরুতে টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ৩১.২ ওভার ব্যাট করে ৪৬ রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মার দল। দেশের মাটিতে এটি ভারতের টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বনিম্ন স্কোরের নতুন রেকর্ড।
এর আগে, ১৯৮৭ সালে দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৫ রানে অলআউট হয়েছিল ভারত, যা ছিল তখন পর্যন্ত তাদের সর্বনিম্ন ইনিংস। তবে ভারতের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ইনিংস ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে থেমেছিল। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে অলআউট হওয়ার রেকর্ডও আছে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসটি তৃতীয় সর্বনিম্ন হিসেবে তালিকায় যুক্ত হলো।
গতকাল বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়নি, তবে আজ নিউজিল্যান্ডের পেসারদের দাপটে ভারতীয় ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। ৫ জন ব্যাটার কোনো রান না করেই আউট হন, যার মধ্যে ছিলেন বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ঋষভ পন্থ (২০) ও অধিনায়ক রোহিত শর্মা (১৩) ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ম্যাট হেনরি ৫ উইকেট নিয়ে উজ্জ্বল ভূমিকা রাখেন, এটি তার ক্যারিয়ারের চতুর্থবারের মতো ৫ উইকেট পাওয়া এবং তিনি টেস্টে ১০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন। উইলিয়াম ও’রোর্কি ৪টি এবং টিম সাউদি ১টি উইকেট দখল করেন।