ইনজুরির কারণে ৩৬৯ দিন মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর মাঠে ফেরার পর মাত্র দুটি ম্যাচ খেলেই আবারও চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার, ফলে আবারও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।
গত ২১ অক্টোবর নেইমার এক বছরেরও বেশি সময় পর মাঠে ফিরেছিলেন। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কিছুক্ষণের জন্য বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। তবে, গত সোমবার দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েন ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
নেইমারের ক্লাব সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল হিলাল জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে নেইমারকে এবার অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
আল হিলালের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘নেইমারের হ্যামস্ট্রিং স্ক্যানে চিড় ধরা পড়েছে। তাকে এখন চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যা ৪ থেকে ৬ সপ্তাহের মতো সময় লাগতে পারে।’
এ বিষয়ে আল হিলালের কোচ হোর্হে জেসুস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এটা সহজ কোনো চোট নয়। মনে হচ্ছে, তার পেশির চোট আছে, এটি হাঁটুর নয়।’
নেইমারের ইনজুরির কারণে তিনি এই মৌসুমে সৌদি প্রো লিগে নিবন্ধিত হতে পারেননি। আপাতত তাকে শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে খেলানো হবে। এই আসরে আল হিলালের পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে। আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে।


