আজ (শনিবার) বাফুফের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোট ২৮টি এজেন্ডা থাকলেও এটি দীর্ঘায়িত হয়নি। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভার ব্রিফিং শেষ হয় দুপুর আড়াইটার দিকে। সেখানে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু সভা শেষে ব্রিফিংয়ে জানান, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। শিগগিরই এই পুরস্কার দেওয়ার আনুষ্ঠানিক আয়োজন হবে বলে তিনি উল্লেখ করেন। বাবু আরও জানান, শুধু খেলোয়াড় নয়, দলের সাথে থাকা প্রত্যেক সদস্যও এই পুরস্কার পাবেন।
তবে বাফুফে অর্থনৈতিক সংকটে থাকায় দেড় কোটি টাকা পুরস্কার প্রদান তাদের জন্য চ্যালেঞ্জিং। এই প্রসঙ্গে বাবু বলেন, ‘আমরা দ্রুতই দেড় কোটি টাকা সংগ্রহ করব এবং তা নারী দলকে প্রদান করব।’ জানা গেছে, মূলত বাফুফের নির্বাচিত কর্মকর্তাদের অর্থায়নেই এই বোনাসের অর্থ প্রদান করা হবে।
২০২২ সালেও সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী দল, তবে তখন বাফুফে থেকে আনুষ্ঠানিক কোনো পুরস্কার ঘোষণা করা হয়নি। সে সময় সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক নিজ উদ্যোগে ৫০ লাখ টাকা করে পুরস্কার দিয়েছিলেন।
এবারও সাবিনাদের সাফল্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে, এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকার ঘোষণা আসে। চ্যাম্পিয়নরা দেশে ফিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন, যা তাদের এই বিজয়ের পর একটি বিশেষ মুহূর্ত হিসেবে ধরা হয়।


