16 C
Dhaka
Saturday, January 17, 2026

পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে ভারতের অস্বীকৃতি

advertisment
- Advertisement -spot_img

প্রত্যাশা মতোই, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আয়োজক দেশ পাকিস্তানে যেতে অনীহা প্রকাশ করেছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বলে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর, যা মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত। প্রায় ৮ বছর পর ৮ দল নিয়ে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর প্রস্তুতি চলছে, আর আয়োজক দেশ হিসেবে পাকিস্তানও বিভিন্ন স্টেডিয়াম প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে। তবে এরই মাঝে ভারত জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানে খেলতে যাবে না।

এর আগে এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু সেবারও ভারত পাকিস্তানে না গিয়ে ‘হাইব্রিড’ মডেলের অধীনে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয়। এবারও একই রকম পরিস্থিতির উদ্ভব হয়েছে। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে রাজি নয়। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে হতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সভাপতি নাকভি অবশ্য জানিয়েছেন, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করতে চান না। যদি ভারতের কোনো আপত্তি থাকে তবে লিখিত আকারে তা জমা দিতে হবে, এবং পাকিস্তানের সরকার সেই বিষয়ে কাজ করবে। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেল হলে দ্বিতীয় ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কার মতো কাছাকাছি দেশগুলোর কথা বিবেচনা করা হতে পারে।

তবে এসব আলোচনা এখনো গণমাধ্যমে সীমাবদ্ধ, কারণ বিসিসিআই বা আইসিসি এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ