16 C
Dhaka
Saturday, January 17, 2026

সিবিএফের প্রেসিডেন্ট হয়ে গার্দিওলাকে ব্রাজিলের কোচ বানাতে চান রোনালদো 

advertisment
- Advertisement -spot_img

কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবল দলের জন্য দিন যতই যাচ্ছে, ততই কঠিন হয়ে উঠছে। কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর আন্তর্জাতিক ম্যাচগুলোতে খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি তারা। ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের কোচ তিতে পদত্যাগ করার পর দলের জন্য কোচ খুঁজে পেতে কিছুটা সময় লেগেছিল। এরপর দরিভাল জুনিয়র নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন।

প্রথম দিকে তার অধীনে ব্রাজিল ভালোভাবে শুরু করলেও, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাইপর্বে দলটির পারফরম্যান্স আরও খারাপ হতে থাকে এবং এখন পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ৬ নম্বরে।

এমন সংকটময় পরিস্থিতিতে নতুন এক খবর উঠে এসেছে। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও নিজে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর সভাপতির পদে আসীন হতে চান বলে সংবাদে প্রকাশ পেয়েছে। তিনি আরও বলেছেন, সেলেসাওদের প্রধান কোচ হিসেবে তিনি ইউরোপের শীর্ষ কোচ পেপ গার্দিওলাকে নিয়ে আসতে চান। সম্প্রতি রোনালদো ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর মালিকানা ছেড়ে দিয়েছেন, যার শেয়ার কিনেছেন ব্যবসায়ী পেদ্রো লোরেন।

বর্তমান সিবিএফ প্রেসিডেন্ট এনদালদো রদ্রিগেজের মেয়াদ ২০২৬ সালের মার্চে শেষ হবে, তবে নির্বাচনের ভোট আগামী বছর। রদ্রিগেজ আবারও নির্বাচন করার সম্ভাবনা থাকলেও, যদি রোনালদো লড়াইয়ে নামেন, তাহলে তিনি হয়তো কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন।

রোনালদো এর আগেও সিবিএফ সভাপতির পদে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি যদি নির্বাচনে জিতেন, তাহলে ব্রাজিলের কোচ হিসেবে গার্দিওলাকে আনবেন, এমনটি তার পরিকল্পনায় রয়েছে। গার্দিওলা বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে কিছুটা ঝামেলার মধ্যে আছেন এবং সিটির সঙ্গে তার চুক্তি এ মৌসুমে শেষ হয়ে যাচ্ছে। সিটির সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের কারণে তার চুক্তি নবায়ন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, ব্রাজিল এই সুযোগ কাজে লাগাতে পারবে কিনা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ