শ্রেয়াস আইয়ারের গড়া রেকর্ড ৩০ মিনিটেও টিকলো না। সৌদি আরবের জেদ্দায় আইপিএল মেগা নিলামে সবচেয়ে বেশি দাম পেয়ে রেকর্ড গড়েছিলেন আইয়ার। কিন্তু সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত।
লখনৌ সুপার জায়ান্টস ২৭ কোটি রুপি দিয়ে ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারকে দলে নিয়েছে, যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে রেকর্ড হয়ে দাঁড়িয়েছে।
এই বছর আইপিএল মেগা নিলামে ৫৭৭ জন ক্রিকেটার উঠবেন, তবে প্রথম দিনেই ৮৪ জনকে নিলামে তোলা হবে। মোট ২০৪ জন ক্রিকেটার কেনা যাবে, তাদের মধ্যে ৭০ জন বিদেশি হতে পারে।
নিলামের প্রথম ক্রিকেটার হিসেবে উঠে আসেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। ১৮ কোটি রুপি দিয়ে পাঞ্জাব কিংস তাকে আবারো দলে নেয়। যদিও সানরাইজার্স হায়দরাবাদ তার জন্য সর্বোচ্চ দর হাঁকিয়েছিল, কিন্তু পাঞ্জাব তাদের ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করে আর্শদীপকে কিনে নেয়।
এরপর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তোলা হয় দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে, যাকে ১০ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে গুজরাট টাইটানস দলে নেয়।
এর পরপরই তোলা হয় শ্রেয়াস আইয়ারকে, যেখানে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। শেষে পাঞ্জাব কিংস ২৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে আইয়ারকে দলে নেয়, যা সেসময় আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল।
অন্যদিকে, গুজরাট টাইটানস ১৫ কোটি ৫০ লাখ রুপি দিয়ে যোগ করেছে জস বাটলারকে এবং দিল্লি ক্যাপিটালস ১১ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে মিচেল স্টার্ককে দলে নিয়েছে। আগের বছরের তুলনায় এবার স্টার্কের মূল্য কমেছে প্রায় ১৩ কোটি রুপি।
আইপিএল নিলামে ঋষভ পান্তের জন্য সর্বোচ্চ দাম হাঁকার সম্ভাবনা ছিল। অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করেছিলেন, তিনি হতে পারেন নিলামের সবচেয়ে দামি খেলোয়াড়। এখন দেখার বিষয়, তার এই নতুন রেকর্ড কতটুকু টিকে থাকে।


