16 C
Dhaka
Saturday, January 17, 2026

সবচেয়ে কম বয়সে ‘গোল্ডেন বয়’ হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল

advertisment
- Advertisement -spot_img

মাত্র ১৭ বছর চার মাস বয়সে ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্ট-এর দেওয়া ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন লামিনে ইয়ামাল। তিনি এখন সবচেয়ে কমবয়সী ফুটবলার, যিনি এই সম্মান পেয়েছেন।

২১ বছরের কমবয়সী ফুটবলারদের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। এ বছর ইউরোপের ৫০টি শীর্ষ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়। মোট পয়েন্ট ছিল ৫০০, যার মধ্যে ইয়ামাল একাই পেয়েছেন ৪৮৮ পয়েন্ট। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক ও আর্দা গুলের।

প্রত্যেক বিচারক পাঁচজন খেলোয়াড়কে ভোট দেন। তাদের মধ্যে প্রথম পছন্দের খেলোয়াড় পান ১০ পয়েন্ট, দ্বিতীয়জন ৭, তৃতীয়জন ৫, চতুর্থজন ৩ এবং পঞ্চমজন পান ১ পয়েন্ট। বেশির ভাগ বিচারকের কাছে শীর্ষ পছন্দ হওয়ায় ইয়ামাল সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন।

ইয়ামাল এই পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেনের হয়ে। এর আগে বার্সেলোনার লিওনেল মেসি (২০০৫) এবং স্পেনের সেস্ক ফ্যাব্রেগাস (২০০৬) এই পুরস্কার জিতেছিলেন। ইয়ামাল তাদের পথ অনুসরণ করে এই গৌরব অর্জন করেছেন।

‘গোল্ডেন বয়’ নির্বাচনে অংশ নেওয়া সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে জার্মানির বিল্ড, স্পেনের মার্কামুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা এবং সুইজারল্যান্ডের ব্লিক

ইয়ামালের এই অর্জন শুধু তার নিজের জন্য নয়, বার্সেলোনা এবং স্পেনের ফুটবল ইতিহাসেও বিশেষ গুরুত্ব বহন করে। ১৭ বছর বয়সেই এমন সম্মান অর্জন তাকে ভবিষ্যতে আরও বড় কীর্তি গড়ার অনুপ্রেরণা জোগাবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ