20 C
Dhaka
Friday, January 16, 2026

যুব হকি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ নিশ্চিত করল বাংলাদেশ

advertisment
- Advertisement -spot_img

ওমানের মাসকাটে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। থাইল্যান্ডকে ৭-২ গোলে পরাজিত করে যুব হকি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের দল। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ তারা প্রথমবারের মতো যুব বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য বাংলাদেশের লক্ষ্য ছিল ষষ্ঠ স্থানের মধ্যে থাকা। এই গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ হয়েছে এবং বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সে ম্যাচে হারলেও ষষ্ঠ স্থানে থাকবে, ফলে যুব বিশ্বকাপে খেলার টিকিট তাদের পকেটে নিশ্চিত হয়ে গেছে।

আগামী বছর ভারতসহ এশিয়া থেকে সাতটি দল যুব হকি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ইতোমধ্যে ভারত তাদের সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছে, ফলে তারা স্বাগতিক হিসেবে নয়, সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি ছয় দলের মধ্যে একটি দল এখন বাংলাদেশও।

২৬ নভেম্বর মাসকাটে ১০টি দলের অংশগ্রহণে শুরু হয় জুনিয়র এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে পরাজিত করে বাংলাদেশ। পরবর্তী দুটি ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে পরাজিত হলেও, মালয়েশিয়ার সাথে ২-২ গোলের ড্র এবং চীনের সাথে ১-১ গোলের ড্র করে বাংলাদেশ। আজকের জয় বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ