বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখনো তেমন উল্লেখযোগ্য সাফল্য অর্জন না করলেও, আন্তর্জাতিক গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। বিপিএলের সর্বশেষ মৌসুমে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া রংপুর গ্লোবাল লিগে অংশ নেওয়ার কথা ছিল না। কিন্তু, সেই দলই শেষ পর্যন্ত গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে, পুরস্কার হিসেবে জিতেছে প্রায় ৬ কোটি টাকা (৫ লাখ ডলার)।
শিরোপা জয়ের পাশাপাশি, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রংপুর আলাদা পুরস্কারও অর্জন করেছে। লিগ পর্বে দুটি ম্যাচ জিতে দলটি পেয়েছে অতিরিক্ত ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ লাখ। সব মিলিয়ে দলটি গ্লোবাল সুপার লিগ থেকে সাড়ে ৬ কোটি টাকারও বেশি আয় করেছে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ফাইনালে রংপুর রাইডার্স মুখোমুখি হয় অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়ার। প্রথমে ব্যাট করে রংপুর ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সৌম্য সরকার ৫৪ বলে ৮৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি চার এবং ৫টি ছক্কা। আরেক ওপেনার স্টিভেন টেলর করেন ৪৯ বলে ৬৮ রান।
রংপুরের ১৭৮ রান ছিল টুর্নামেন্টে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ভিক্টোরিয়া মাত্র ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট হয়। ফলে ৫৬ রানের বড় জয় নিয়ে শিরোপা ঘরে তোলে রংপুর। সৌম্য সরকার তার ব্যাটিং নৈপুণ্যের জন্য ‘প্লেয়ার অব দ্য ফাইনাল’ এবং ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
টুর্নামেন্টজুড়ে রংপুরের হয়ে দারুণ বোলিং করেন যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং, যিনি ফাইনালেও সর্বোচ্চ ৩ উইকেট নেন। শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।
২০১৭ সালে বিপিএলে প্রথম শিরোপা জিতেছিল রংপুর, তখন তাদের নাম ছিল রংপুর রেঞ্জার্স এবং মালিকানা ছিল আইস্পোর্টস লিমিটেডের। ২০২৩ সাল থেকে বসুন্ধরা গ্রুপের মালিকানায় দলটি রংপুর রাইডার্স নামে নতুনভাবে যাত্রা শুরু করে।
রংপুরের এই সাফল্য প্রমাণ করে, পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা করে নিতে পারে।


