বদলে যাওয়া নিয়মে আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এবারের আসরে ৩২ দলের বদলে এবার অংশ নেবে ৩৬ দল। থাকছে না আগের মতো কোনো গ্রুপ পর্বও। লিগ পর্বে প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ, চারটি হোম ম্যাচ এবং চারটি অ্যাওয়ে ম্যাচ। এরপর গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট রাউন্ডের প্রথম ধাপ অর্থাৎ শেষ ষোলোয় উঠবে ১৬টি দল। পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি শেষ ষোলোতে উঠবে।
৯ থেকে ২৪ নম্বর দলগুলোর মধ্যে প্লে–অফ শেষে শেষ ষোলোয় যাবে আরও ৮টি দল। তলানিতে থাকা বাকি ১২ দল সরাসরি বাদ পড়বে। শেষ ষোলো থেকে ধাপে ধাপে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের বাধা পেরিয়ে চ্যাম্পিয়ন হবে একটি দল। সেই চ্যাম্পিয়ন দল হওয়ার লড়াইয়ে আজ থেকে মাঠে নামবে ইউরোপিয়ান ক্লাবগুলো।