20 C
Dhaka
Friday, January 16, 2026

মেসি রোনালদো ছাড়াই ফিফার বিশ্ব একাদশ ঘোষণা

advertisment
- Advertisement -spot_img

বিশ্ব ফুটবলের ইতিহাসে এক যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো এবার ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা পাননি। ২০০৬ সালের পর এই প্রথম আর্জেন্টাইন মহাতারকা মেসিকে বাদ দিয়ে তৈরি হলো বর্ষসেরা একাদশ।

২০০৭ সালের ১৭ ডিসেম্বর মেসি প্রথমবারের মতো ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছিলেন। এই দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটল ২০২৪ সালের ৯ ডিসেম্বর। পেশাদার ফুটবলারদের ভোটে এবার বিশ্বের সেরা একাদশে জায়গা হয়নি মেসির।

কেবল মেসি নয়, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও এবার বর্ষসেরা একাদশে জায়গা পাননি। এর আগে, ২০২৩ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও নাম ওঠেনি মেসি-রোনালদোর। যদিও তারা দু’জনই ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।

এবারের বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দেরই আধিপত্য। রিয়াল মাদ্রিদের ছয়জন এবং ম্যানসিটির চারজন জায়গা পেয়েছেন। ১১,১৭৬ ভোট পেয়ে বর্ষসেরা একাদশে শীর্ষে রয়েছেন রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

পুরুষদের বর্ষসেরা একাদশ

গোলরক্ষক: এডারসন (ম্যানসিটি, ব্রাজিল)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইন (ম্যানসিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানসিটি, স্পেন)
ফরোয়ার্ড: আরলিং হালান্ড (ম্যানসিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

নারীদের বর্ষসেরা একাদশ

গোলরক্ষক: মেরি ইয়ার্পস (ম্যানইউ/পিএসজি, ইংল্যান্ড)
ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ (বার্সেলোনা/চেলসি, ইংল্যান্ড), ওলগা কারমোনা (রিয়াল মাদ্রিদ, স্পেন), অ্যালেক্স গ্রিনউড (ম্যানসিটি, ইংল্যান্ড)
মিডফিল্ডার: আইতানা বনমাতি (বার্সেলোনা, স্পেন), অ্যালেক্সিয়া পুটেলাস (বার্সেলোনা, স্পেন), কেইরা ওয়ালশ (বার্সেলোনা, ইংল্যান্ড)
ফরোয়ার্ড: বারব্রা বান্দা (সাংহাই শেংলি/অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), লিন্ডা কেসেডো (রিয়াল মাদ্রিদ, কলম্বিয়া), লরেন জেমস (চেলসি, ইংল্যান্ড), মার্তা (অরল্যান্ডো প্রাইড, ব্রাজিল)

মেসি ও রোনালদোর অনুপস্থিতি বিশ্ব ফুটবলের প্রজন্মের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এবার বর্ষসেরা একাদশে তরুণ প্রতিভাদের উত্থান আরও স্পষ্ট। ফুটবলপ্রেমীদের নজর এখন নতুন তারকাদের দিকে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ