মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জার্মান ক্লাব স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, ফিলিপে এন্ড্রিক এবং অ্যান্টনিও রুডিগার।
চ্যাম্পিয়ন্স লিগে নিজের অভিষেক ম্যাচে গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ১৮ বছরের ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক। রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা এখন তিনি। ম্যাচটি বিশেষ কিলিয়ান এমবাপ্পের জন্যও। রিয়ালের জার্সিতে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমে গোলের দেখা পেয়েছেন ফরাসি এই তারকা।
ঘরের মাঠে রিয়ালের শুরুটা ছিল গতিময়। তবে রিয়ালকে চমকে দিয়ে দ্রুতই মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্টুটগার্ট। প্রথম ১৮ মিনিটে গোলের জন্য পাঁচটি শট নেয় তারা। এসময় দুর্দান্ত কিছু বল ঠেকিয়ে রিয়ালের জন্য বিপদ আসতে দেননি গোলরক্ষক থিবো কোর্তোয়া।
২৬ মিনিটে সুযোগ তৈরি করে রিয়াল। তবে এমবাপ্পের নেয়া শট ফিরিয়ে দেন স্টুটগার্ট গোলরক্ষক আলেকসান্দার নুবেল। ৩৩ মিনিটে একবার পেনাল্টি পায় রিয়াল। তবে ভিএআর মনিটরে ট্যাকলের দৃশ্য দেখে সেটা বাতিল করেন রেফারি। গোলশুন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পরপর মাঠে নেমেই গোলের দেখা পায় রিয়াল। নিজেদের অর্ধ থেকে আসা বল ধরে পায়ের কারিকুরিতে এগিয়ে যান রদ্রিগো। গোলরক্ষককে এড়িয়ে বল পাস করেন এমবাপ্পের কাছে। ফাঁকা জালে বল জড়াতে ভুল করেননি ফরাসি ফরোয়ার্ড।
৪৮ মিনিটে স্কোরশিটে নাম লেখানোর সুযোগ পান এমবাপ্পে। তবে বিপজ্জনক জায়গায় বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন তিনি। পরের ১৫ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া করেন ভিনিসিউস জুনিয়র এবং রদ্রিগো। ৬৮ মিনিটে সমতা ফেরায় স্টুটগার্ট। কর্নার থেকে হেডে গোল করেন দলটির স্ট্রাইকার উন্দাভ।
ম্যাচের ৮৩ মিনিটে গিয়ে আবারও লিড নেয় রিয়াল। লুকা মদ্রিচের কর্ণারে সবার উঁচুতে লাফিয়ে বল জালে পাঠান রুডিগার। যোগ করা সময়ের শেষে জালের দেখা পান এন্ড্রিক। অবশ্য গোলের কিছুক্ষণ আগেই মাঠে নামানো হয়েছিল ব্রাজিলিয়ান এই তরুণকে। প্রতি-আক্রমণে বল পেয়ে দারুণ গতিতে অনেকটা এগিয়ে দূরপাল্লার শটে ঠিকানা খুঁজে নেন এই তারকা।


