দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে আচমকাই পাকিস্তানের টেস্ট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি। সিরিজ শুরু হওয়ার আগে নতুন কোচ নিয়োগ না করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আকিব জাভেদের ওপরই আস্থা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পিসিবি এক বিবৃতিতে জানায়, সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ লাল বলের ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি সাদা বলের ক্রিকেটেও একই দায়িত্ব পেয়েছিলেন।
বিবৃতিতে পিসিবি উল্লেখ করে, “চলমান দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে আকিব জাভেদের জন্য এটি লাল বলের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট।”
জেসন গিলেস্পি গত এপ্রিলে পিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে তার সহকারী কোচ নিয়েলসনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পিসিবি অস্বীকৃতি জানালে, গিলেস্পি পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, পাকিস্তান বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এরপর সমান সংখ্যক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে, আর শেষ টেস্ট মাঠে গড়াবে ৩ জানুয়ারি কেপটাউনে।


