ম্যানচেস্টার সিটি তাদের ভবিষ্যৎ শক্তিশালী করতে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। নতুন এই চুক্তির আওতায় ২০৩৪ সাল পর্যন্ত সিটিতেই থাকবেন হলান্ড।
চুক্তি স্বাক্ষরের পর উচ্ছ্বাস প্রকাশ করে হলান্ড বলেন, ‘ম্যানচেস্টার সিটি এমন একটি ক্লাব, যা প্রতিভা এবং সাফল্যের জন্য অনন্য। কোচ, স্টাফ এবং সতীর্থরা আমাকে সর্বোচ্চ পর্যায়ে খেলতে সাহায্য করেছেন। আমি সিটির হয়ে আরও অনেক সাফল্যের স্বপ্ন দেখি এবং এই ক্লাবকে সেরার তালিকায় ধরে রাখতে কাজ চালিয়ে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি এখন সিটিরই একজন। আমার লক্ষ্য সেরা হয়ে ওঠা এবং ক্লাবকে আরও বড় সাফল্য এনে দেওয়া।’
২০২২ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর থেকে হলান্ড একের পর এক রেকর্ড গড়েছেন। সিটির হয়ে মাত্র ১২৬ ম্যাচে ১১১ গোল করেছেন তিনি। তার নেতৃত্বে ম্যানসিটি জিতেছে দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ এবং একটি চ্যাম্পিয়নস লিগ।
হালান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি এই চুক্তি সিটির ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি গড়ে দেবে বলে আশা করছেন ক্লাবের কর্মকর্তারা।


