ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লেখার বিষয়ে শুরুতে আপত্তি জানিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসে পাকিস্তানের নামসংবলিত জার্সি পরেই খেলবে ভারতীয় ক্রিকেট দল।
চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক দেশ পাকিস্তান হলেও, নিরাপত্তাজনিত কারণে ভারত নিজেদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে খেলবে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি দলের জার্সিতে টুর্নামেন্টের নাম, সাল এবং আয়োজক দেশের নাম থাকতে হবে।
বিসিসিআইয়ের নতুন সিদ্ধান্তের ফলে রোহিত শর্মা, বিরাট কোহলিরা নিয়ম মেনেই মাঠে নামবেন। বিসিসিআইয়ের এই অবস্থান পরিবর্তন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুই দেশের ক্রীড়াঙ্গনের কূটনৈতিক টানাপোড়েন নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সুত্রা২৪


