29.4 C
Dhaka
Thursday, July 31, 2025

রাতে রিয়াল-ম্যানসিটি মহারণ

advertisment
- Advertisement -spot_img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে উত্তেজনা ছড়াতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সরাসরি শেষ ষোলোয় পৌঁছানোর টিকিট না পাওয়ায় দুই চ্যাম্পিয়ন দলকেই খেলতে হচ্ছে প্লে-অফ। ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে জিতে কিছুটা এগিয়ে আছে। আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে শুধু হার এড়ালেই চলবে রিয়ালের।

অন্যদিকে, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির জন্য জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে সিটি এ পর্যন্ত ছয়বার খেললেও জয় পেয়েছে মাত্র একবার, ২০২০ সালের শেষ ষোলোর প্রথম লেগে ২-১ ব্যবধানে। বাকি তিন ম্যাচে হেরেছে এবং দুই ম্যাচ ড্র করেছে।

রাতের অন্য ম্যাচগুলোতেও উত্তেজনা তুঙ্গে থাকবে। বরুসিয়া ডর্টমুন্ড স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে। প্রথম লেগে ৩-০ ব্যবধানে জয়ের ফলে ডর্টমুন্ড বেশ স্বস্তিতে রয়েছে। এবার ঘরের মাঠে খেলবে তারা।

এদিকে, জুভেন্টাস ২-১ গোলে প্রথম লেগে হারিয়েছিল পিএসভি আইন্দোফেইনকে। এবার ডাচ ক্লাব পিএসভি স্বাগতিক হিসেবে লড়াইয়ে নামবে। ম্যাচটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে তারা।

ফরাসি ক্লাব পিএসজি ও ব্রেস্টের মধ্যকার ম্যাচটি প্রায় নিয়মরক্ষার। প্রথম লেগে ৩-০ ব্যবধানে পিএসজি জয়ী হওয়ায় ব্রেস্টের সামনে প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

রাতের এই মহারণগুলোতে কারা শেষ ষোলোর টিকিট পাবে, সেটিই এখন দেখার অপেক্ষা। ফুটবলপ্রেমীরা দারুণ উত্তেজনায় অপেক্ষা করছে এই রোমাঞ্চকর রাতের জন্য।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ