শুরুর ধাক্কা সামলে অসাধারণ এক সেঞ্চুরি উপহার দিলেন তাওহিদ হৃদয়। জাকের আলীর দৃঢ় ইনিংসের সঙ্গে তার ১৫৪ রানের পার্টনারশিপের বদৌলতে নির্ধারিত ৫০ ওভারে ২২৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি। সৌম্য সরকার ও নাজমুল শান্ত কোনো রান না করেই বিদায় নেন। দলীয় ২ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ আরও চাপে পড়ে মেহেদী হাসান মিরাজের (৭) বিদায়ে।
তানজিদ হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে অক্ষর প্যাটেলের স্পিন আক্রমণে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ২৫ রান করে। পরের বলেই মুশফিকুর রহিম একই কায়দায় বিদায় নিলে দল ৩৫ রানে হারায় পাঁচ উইকেট।
এরপরেই ম্যাচের চিত্র পাল্টান তাওহিদ হৃদয় ও জাকের আলী। শুরুর বিপর্যয়ের ধাক্কা সামলে দুজন মিলে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ১৫৪ রান। জাকের ৬৮ রান করে আউট হলেও হৃদয় তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। পায়ে ব্যথা নিয়েও দুর্দান্ত ব্যাটিং করা হৃদয় শেষ পর্যন্ত ১১৪ বলে ১০০ রান করে বিদায় নেন।
শেষ দিকে রিশাদ হোসেনের ঝোড়ো ১৮ রানে (১২ বলে) বাংলাদেশ সম্মানজনক স্কোর গড়ে। ভারতের হয়ে মোহাম্মদ শামি ৫টি উইকেট নেন, আর হরষিত রানা ও অক্ষর প্যাটেল ভাগাভাগি করেন বাকি উইকেটগুলো।
ভারতের বিপক্ষে এই সংগ্রহ লড়াইয়ের পুঁজি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন টাইগার বোলারদের ওপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য।
সুত্রা২৪


