20 C
Dhaka
Friday, January 16, 2026

ডিপিএল খেলতে দেশে আসবেন সাকিব ?

advertisment
- Advertisement -spot_img

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দেশের ঘরোয়া ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার বিপিএলের পর কেবল এই লিগেই অংশ নেন, ফলে ডিপিএল নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহও থাকে তুঙ্গে। আসন্ন আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে যোগ দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ডিপিএলের নতুন মৌসুম। তার আগে দুই দিনব্যাপী (শনিবার ও রবিবার) চলছে দলবদলের কার্যক্রম। দল গুছিয়ে নিতে ব্যস্ত ক্লাবগুলোর মধ্যে লিজেন্ডস অব রূপগঞ্জ বেশ সরব। ইতোমধ্যে তারা বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করেছে।

আজ (শনিবার) অনলাইনে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে আগামীকাল।

লিজেন্ডস অব রূপগঞ্জ স্কোয়াডে আরও রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিব। দলটির নেতৃত্বে থাকছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। দল সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ