পবিত্র রমজান মাস শুরু হয়েছে, বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলিমরা সিয়াম সাধনায় মগ্ন। তবে ভারতীয় পেসার মোহাম্মদ শামি রোজা না রাখায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। নেটিজেনদের একাংশের দাবি, অনেক খেলোয়াড় রোজা রেখেই মাঠে নেমেছেন, তাহলে শামি কেন পারবেন না?
বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার, যখন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর দলে ফেরা শামি দুর্দান্ত বোলিং করে তিনটি উইকেট শিকার করেন। তবে ম্যাচ চলাকালীন তাকে বাউন্ডারির ধারে এনার্জি ড্রিঙ্কস পান করতে দেখা যায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এরপর থেকেই সমালোচনার ঝড় ওঠে। হাশিম আমলার উদাহরণ টেনে কেউ বলছেন, রোজা রেখে খেলতে পারলে শামি কেন পারবেন না? আবার কেউ তার ধর্মীয় অনুশীলন নিয়েই প্রশ্ন তুলেছেন।
তবে শামির পক্ষেও কথা বলেছেন অনেকে। কেউ কেউ যুক্তি দিয়েছেন, দুবাইয়ের প্রচণ্ড গরমে ৫০ ওভারের ম্যাচ খেলা কঠিন। এছাড়া, শামি দেশের প্রতিনিধিত্ব করাকেই প্রাধান্য দিচ্ছেন বলে মত দিয়েছেন অনেকে।
প্রসঙ্গত, শামি সাধারণত রোজা রাখেন, তবে ভারতের ম্যাচের দিন তিনি রোজা না রাখার সিদ্ধান্ত নেন। এবার সেই সিদ্ধান্তকেই ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে নেট দুনিয়ায়।
সুত্রা২৪


