24 C
Dhaka
Friday, January 16, 2026

‘ইনশাল্লাহ, আমরা জিতবো’— ভারত ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী হামজা

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবে দেশে ফিরে এসেছেন হামজা চৌধুরী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই তিনি আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশ করেন।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট পৌঁছানোর পর হামজা সাংবাদিকদের মুখোমুখি হন। এক সাংবাদিক যখন ভারত ম্যাচ নিয়ে তার প্রত্যাশা জানতে চান, তখন তিনি প্রথমে ইংরেজিতে কথা বললেও, সমর্থকদের অনুরোধে বাংলায় উত্তর দেন। সিলেটি ভাষায় বলেন, “ইনশাল্লাহ, আমরা জিতবো। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক আলোচনা করেছি। আমরা জিতলে পরবর্তী ধাপে পৌঁছাতে পারব।”

বিমানবন্দরে হামজার উপস্থিতি সিলেটবাসীকে উচ্ছ্বাসিত করে তোলে। তাদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর, ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা’ স্লোগানে তাকে স্বাগত জানানো হয়।

হামজা বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য তিনি আন্তর্জাতিক অনুমোদন পেয়েছেন। আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে মোকাবিলার জন্য বাংলাদেশ দলের স্কোয়াডে তিনি অন্তর্ভুক্ত।

হামজার উপস্থিতি বাংলাদেশ দলের জন্য এক বড় প্রেরণা হতে পারে, এবং ভারতকে হারানোর প্রত্যাশা নিয়ে তিনি মাঠে নামতে প্রস্তুত।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ