24 C
Dhaka
Friday, January 16, 2026

হামজা চৌধুরী সাকিব আল হাসানের সঙ্গে তুলনা নিয়ে যা বললেন

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান, যাকে দেশের ক্রীড়া জগতের এক নম্বর তারকা হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের নতুন সদস্য হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই তার সাথে সাকিবের তুলনা করা হচ্ছে। তবে এই তুলনায় যেতে রাজি নন হামজা।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে দেশে ফিরেছেন হামজা। সিলেটে নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে হামজা বলেন, “সাকিব আল হাসান মেগা স্টার, তিনি বহু বছর ধরে বিশ্বসেরাদের মধ্যে আছেন। আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না।”

হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল দলে খেলার আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন এবং এমনকি ইউরোপীয় অনূর্ধ্ব-২১ ইউরো প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছেন। লেস্টারের অ্যাকাডেমিতে বেড়ে উঠা হামজা, পেশাদার ফুটবলে অভিষেক হয় বার্টন অ্যালবিয়নে ২০১৫-১৬ মৌসুমে। এরপর ২০১৭ সালে লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবাও কাপসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেন। তার খেলার তালিকায় এখনো ইউরোপীয় কোনো বড় প্রতিযোগিতা নেই।

হামজার পেশাদার ফুটবল ক্যারিয়ারের বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্ত রয়েছে। লেস্টার সিটির জার্সিতে তার নামের পাশে রয়েছে ৪টি অ্যাসিস্ট এবং ২টি গোল। তার পরবর্তীতে ওয়াটফোর্ড এবং বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলে চলেছেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ