বাংলাদেশ ফুটবল এখন হামজা চৌধুরীকে ঘিরে উত্তেজনায়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার দেশের মাটিতে পা রেখেছেন, আর তা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তবে এর মাঝেই কিছুটা আড়ালে থেকে গেলেন আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল হক।
সৌদি আরবের তায়েফে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন ইতালি প্রবাসী এই ফুটবলার। সেখানে সপ্তাহখানেক অনুশীলন করেছেন, এমনকি একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন। জাতীয় দলে তার অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন।
তবে মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় দল ঢাকায় ফিরলেও ফাহমিদুল দলের সঙ্গে দেশে আসেননি। তিনি সৌদি আরব থেকেই সরাসরি ইতালি ফিরে গেছেন।
কোচের সিদ্ধান্তে ফিরলেন ইতালি
ফাহমিদুলের দেশে না ফেরা প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কোচের সঙ্গে আলোচনার পরই সে ইতালি ফিরে গেছে। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সবকিছু বিবেচনা করেই ফাইনাল স্কোয়াড ঠিক করবেন।’
আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতের শিলংয়ে যাবে বাংলাদেশ দল। বর্তমানে প্রাথমিক স্কোয়াডে ৩০ জন ফুটবলার ছিলেন, ফাহমিদুল ইতালি চলে যাওয়ায় সেটি কমে ২৯ জনে দাঁড়িয়েছে। এখন এই ২৯ জন থেকে ২৩ জনকে বেছে নেওয়া হবে, যা কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে।
সুত্রা২৪


