বাংলাদেশে ফিরে নিজের আগমন ঘিরে উচ্ছ্বাস সৃষ্টি করেছেন হামজা চৌধুরী। সমর্থকরা আশা করছেন, তার হাত ধরেই ফুটবলকে নতুন প্রাণ ফিরবে এবং ভারতের বিপক্ষে তার অভিষেক হবে।
সম্প্রতি, হামজা চৌধুরী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কোকের সঙ্গে একটি সাক্ষাৎ করেছেন, যেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) ও ফাহাদ করিম।
গত সোমবার ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন হামজা চৌধুরী, এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী, ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা, এবং গণমাধ্যমকর্মীরা তাকে স্বাগত জানান। তার পরিবারও এই সফরে তার সঙ্গী হয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী, ইংল্যান্ডে বেড়ে ওঠা একজন অভিজ্ঞ মিডফিল্ডার। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি ও ইংল্যান্ড যুব দলের হয়ে খেলা প্রখ্যাত ফুটবলার।
সুত্রা২৪


