বাংলাদেশ ফুটবল দল শিলংয়ে নিজেদের অনুশীলন করার জন্য মাঠ ভাড়া দিতে বাধ্য হয়েছে, যা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য বেশ অস্বস্তির বিষয়। প্রথমে, শনিবার সন্ধ্যা ৬টার সময় বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের পরও তারা মাঠে প্রবেশ করতে পারেনি। পরে জানা যায়, অনুশীলন শুরু করার জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে, যা ছিল সন্ধ্যা সাড়ে ৭টা।
তবে, এই সময়েও বাংলাদেশ দল অনুশীলন শুরু করতে পারেনি, কারণ ফ্লাডলাইটগুলো তখনও চালু হয়নি। এ পরিস্থিতিতে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও বাংলাদেশ দলের সদস্যরা অসন্তুষ্ট হয়ে ওঠেন। প্রথমে কিছুটা অপ্রস্তুত অবস্থায় ভারত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠের ব্যবস্থা করলেও, পরে জানা যায় যে মাঠের ব্যবহারের জন্য বাংলাদেশকে অর্থ পরিশোধ করতে হয়েছে।
সূত্রে জানা গেছে, বাফুফে নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করার কারণে মাঠের ব্যবহার শুরু হতে দেরি হয়েছিল। পরিশেষে টাকা পরিশোধ করার পরই জামাল ভূইয়া ও তার সহকর্মীরা অনুশীলন শুরু করতে সক্ষম হন।
সুত্রা২৪


