20 C
Dhaka
Friday, January 16, 2026

সতীর্থদের চোখে হামজার পারফরম্যান্স নিখুঁত

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন হামজা চৌধুরী। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে তাকে লাল-সবুজের জার্সিতে মাঠে দেখা যেতে পারে। বর্তমানে ভারতের শিলংয়ে বাংলাদেশ দলের সঙ্গে নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

দলের সঙ্গে বেশ সহজেই মানিয়ে নিয়েছেন হামজা, যা সতীর্থদেরও মনে ধরেছে। তার প্রশংসায় পঞ্চমুখ জাতীয় দলের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। তিনি বলেন, “আপনারা সবাই জানেন, হামজা অনেক উচ্চ পর্যায়ের ফুটবলে খেলেছে। আমরা সবাই তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

হৃদয় আরও যোগ করেন, “মাঠে কীভাবে খেললে আমাদের জন্য ভালো হবে, তা নিয়ে আমরা নিয়মিত আলোচনা করছি। দলীয় সাফল্যের জন্য সবাই ইতিবাচক চিন্তা করছি।”

মাঝমাঠের দায়িত্বে হামজার সঙ্গী হৃদয় জানান, তারা একসঙ্গে পরিকল্পনা সাজাচ্ছেন, “আমি সবসময় তার সঙ্গে কথা বলছি। সে কীভাবে খেলে, কী করলে দলের জন্য ভালো হবে—এসব নিয়ে আলোচনা করছি।”

হামজার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ বলে মনে করেন হৃদয়। প্রশংসা করে বলেন, “আমি যদি তাকে রেটিং দিতে চাই, তবে ১০০-এর মধ্যে ১০০ দেব। কারণ, তার খেলার স্তর আমাদের চেয়ে অনেক উচ্চ পর্যায়ের। মাঠে ও মাঠের বাইরে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তার আচরণ খুবই সাধারণ, যা আমাদের জন্য মানিয়ে নেওয়াকে সহজ করে দিচ্ছে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ