20 C
Dhaka
Friday, January 16, 2026

‘পর্তুগিজরা পাশে থাকলে কাল মাথা উঁচু করে মাঠ ছাড়তে চাই’– রোনালদো

advertisment
- Advertisement -spot_img

পর্তুগালের জন্য ইউএফএ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটি হতাশাজনক ছিল। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে হারলেও, রোনালদো নিজেও গোল পাননি এবং তার খেলা ছিল ছায়া হয়ে। তবে সেই হতাশা ভুলে পর্তুগালকে আবার মাথা উঁচু করে মাঠ ছাড়ানোর লক্ষ্য নিয়ে এগোতে চান রোনালদো।

আজ রবিবার ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের দ্বিতীয় লেগ ম্যাচে মাঠে নামবেন তিনি। লিসবনে এই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠ ছাড়ার আশাবাদ ব্যক্ত করেছেন রোনালদো। তবে সেজন্য তিনি পর্তুগালের ভক্তদের সমর্থনও চেয়েছেন।

৪০ বছর বয়সী রোনালদো বলেছেন, “এটা উত্তেজনাপূর্ণ সময়। আমরা জানি, আমাদের জিততে হবে, কিন্তু এটাই ফুটবলের সৌন্দর্য। আগামীকাল আমি ভক্তদের আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। তাদের শক্তি আমাদের আরও ভালো খেলার প্রেরণা দেবে। আমরা আমাদের সেরাটা দেব। আশা করি, এটি সবার জন্য একটি সুন্দর দিন হবে।”

তিনি আরও বলেন, “জয়ের ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই। পর্তুগালের প্রতিনিধিত্ব করতে পারা গর্বের বিষয়, এবং এই উচ্চাকাঙ্ক্ষা আমাদের সবার মধ্যে থাকতে হবে। প্রথম লেগে খারাপ খেলেছি, কিন্তু পরবর্তী সময় সব কিছু বদলে যেতে পারে। আগামীকাল আমাদের সবাইকে একসাথে মাঠে থাকতে হবে। পর্তুগালের জনগণ আমাদের পাশে থাকলে, আমি লিসবনে মাথা উঁচু করে মাঠ ছাড়তে চাই।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ