20 C
Dhaka
Friday, January 16, 2026

বাংলাদেশে ৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও, বাণিজ্যিক সেবাদানের সময় কোম্পানিটি এনজিএসও নীতিমালা মেনে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

আগামী ৭ এপ্রিল ঢাকায় শুরু হতে যাওয়া চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এতে কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূস স্টারলিংকের প্রতিষ্ঠাতা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যাতে তিনি স্টারলিংক সেবা চালুর আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে পারেন এবং তরুণ জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হতে পারেন, যারা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ