20 C
Dhaka
Friday, January 16, 2026

বাংলাদেশের জার্সিতে খেলতে সামিতের সবুজ সংকেত, আলোচনায় বসছে বাফুফে

advertisment
- Advertisement -spot_img

হামজা চৌধুরীর পর এবার আরেক কানাডিয়ান ফুটবলার সামিত সোমকে পাওয়ার পথে বাংলাদেশ। কানাডার হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই মিডফিল্ডার ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে সামিত সোম ফাহাদ করিমকে মেসেজ দিয়ে জানান, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বিস্তারিত আলোচনা করতে চান। ফাহাদ করিম বলেন, “আমরা কয়েক ঘণ্টার মধ্যে তার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। যেহেতু তিনি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, আশা করি খুব শিগগিরই বাংলাদেশের জার্সিতে তাকে দেখতে পাব।”

সামিতের জন্ম কানাডায় হলেও তার বাবা-মা বাংলাদেশি। সে সূত্রেই জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে তার। তবে এজন্য কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে—প্রথমে বাংলাদেশি পাসপোর্ট, তারপর কানাডিয়ান ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র, এরপর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন।

বাংলাদেশের পরবর্তী বিশ্বকাপ বাছাই ম্যাচ ১০ জুন, সময় কম থাকায় পুরো প্রক্রিয়া শেষ করা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। কারণ নির্ধারিত সময়ের মধ্যেই এএফসি পোর্টালে খেলোয়াড় নিবন্ধনের কাজ শেষ করতে হয়।

বর্তমানে সামিত সোম খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগে। এর আগে তিনি যুক্ত ছিলেন মেজর সকার লিগের সঙ্গেও। জাতীয় দলে তার সংযুক্তি বাংলাদেশের মিডকে আরো শক্তিশালী করতে বড় অবদান রাখতে পারে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ