20 C
Dhaka
Friday, January 16, 2026

নতুন রাজনৈতিক দল ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ, নেতৃত্বে ডেসটিনির রফিকুল

advertisment
- Advertisement -spot_img

দেশের রাজনীতিতে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে—‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এই দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সদস্যসচিব হিসেবে রয়েছেন ফাতিমা তাসনিম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটিরও ঘোষণা দেওয়া হয়।

দলের ঘোষণাপত্রে রফিকুল আমীন বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের মানুষ বৈষম্য ও বঞ্চনার শিকার। আমাদের দল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে চায়।”

তিনি আরও বলেন, “সুশাসন, কর্মসংস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং অফিস-আদালতে ডিজিটাল পদ্ধতি চালুর লক্ষ্য নিয়ে এগোবে আমাদের দল।”

সদস্যসচিব ফাতিমা তাসনিম বলেন, “রাজনৈতিক সচেতনতার ঘাটতিতে দেশে স্বৈরাচার ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে। অতীতে যেমন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, ভবিষ্যতেও করব।”

দলটির পক্ষ থেকে জানানো হয়, এটি একটি গণমুখী ও ন্যায়ের ভিত্তিতে গঠিত সংগঠন, যেখানে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণই হবে মূল শক্তি। মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং গণমাধ্যমের স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়া হবে দলটির অঙ্গীকার।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ