20 C
Dhaka
Friday, January 16, 2026

রিয়াল নাকি বার্সা– ফাইনালে সুপার কম্পিউটারের গণনা কার পক্ষে

advertisment
- Advertisement -spot_img

রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা? শনিবারের কোপা দেল রে ফাইনালের আগে ফুটবল দুনিয়া যেন এই দুই দলের শ্রেষ্ঠত্বের প্রশ্নে বন্দী। ক্লাব ফুটবলে সবচেয়ে বড় লড়াই, এল-ক্লাসিকো, মৌসুমে তৃতীয়বার হাজির হচ্ছে কোপা দেল রে ফাইনাল দিয়ে।

ম্যাচের আগে আলোচনা-সমালোচনা স্বাভাবিক। তবে রেফারি নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগ, অনুশীলন ও প্রেস ব্রিফিং বয়কটের ঘটনা ফাইনালের আগে নতুন মাত্রা যোগ করেছে। এমনকি গুঞ্জন উঠেছিল, রিয়াল ফাইনাল খেলতে আগ্রহী নয়। যদিও শেষ পর্যন্ত রিয়াল জানিয়েছে, তারা সেভিয়ায় ফাইনালে অংশ নিতে যাচ্ছে।

কোপা দেল রে’র ফাইনাল রিয়ালের জন্য মৌসুমের অস্তিত্ব রক্ষার বড় সুযোগ হতে পারে। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, এই শিরোপাই ক্লাবের ভবিষ্যত নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে। ইঙ্গিতটা মূলত কোচ কার্লো আনচেলত্তিকে ঘিরেই।

অন্যদিকে, ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর বার্সেলোনার প্রথম শিরোপা হতে পারে এটি। লা লিগায় শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও উঠেছে। শিরোপার কক্ষপথে থাকা বার্সা কোনোভাবেই হার মানতে চাইবে না।

দুর্দান্ত ছন্দে থাকা বার্সার নামের পাশেই আপাতত ফেভারিটের তকমা। চলতি মৌসুমে দুইবারের দেখায় রিয়ালের জালে ৯ গোল দিয়েছে তারা। বাকি সবার মতোই পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপ্টা অ্যানালাইসিসের সুপার কম্পিউটারও এগিয়ে রাখছে বার্সাকে।

অপ্টার মতে, বার্সার শিরোপা জয়ের সম্ভাবনা ৪০.৭ শতাংশ। রিয়ালের সম্ভাবনা ৩২.৮ শতাংশ। নির্ধারিত নব্বই মিনিট শেষে খেলা অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ২৬.৫ শতাংশ।

দুই দলের অতীত পরিসংখ্যানও কাউকে এককভাবে এগিয়ে রাখছে না। এল ক্লাসিকোতে রিয়াল এগিয়ে আছে ১০৫ জয় নিয়ে, বার্সার জয় ১০২টি। তবে কোপা দেল রে’র পরিসংখ্যানে বার্সা এগিয়ে—৩৭ দেখায় ১৬টি জয় তাদের, রিয়ালের ১৩টি, আর ৮টি ড্র।

কোপা দেল রে’র ফাইনালে অবশ্য রিয়াল খানিকটা এগিয়ে। এ পর্যন্ত ৭টি এল-ক্লাসিকো ফাইনালে রিয়াল জিতেছে ৪ বার, বার্সা জিতেছে ৩ বার।

তবে চলতি মৌসুমের মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে রিয়াল। লা লিগায় নিজেদের মাঠে রিয়াল হেরেছিল ৪-০ গোলে। সুপারকোপা দে এস্পানার ফাইনালেও বার্সা জিতেছিল ৫-২ গোলে।

নাটকীয়তার মাঝেই শনিবার রাতে সেভিয়ায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফুটবল বিশ্ব অপেক্ষায়, কার হাতে উঠবে কোপা দেল রে’র শিরোপা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ