20 C
Dhaka
Friday, January 16, 2026

মেজাজ হারিয়ে গ্যালারিতে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

advertisment
- Advertisement -spot_img

মোহামেডান এবং আবাহনীর ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল, যেখানে মোহামেডান পিছিয়ে থাকলেও হেড টু হেডে এগিয়ে ছিল। কিন্তু ম্যাচ শেষে পরাজয়ের পর নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি গ্যালারিতে উঠে দর্শকদের প্রতিক্রিয়ার জবাব দিতে তেড়ে যান।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে হাত মেলান, এরপর মাহমুদউল্লাহ যখন ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন, তখন গ্যালারি থেকে কেউ একজন তাকে কিছু বলেন। তিনি পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে গ্যালারির দিকে উঠতে থাকেন, যা উত্তেজনা সৃষ্টি করে।

ভিডিওতে দেখা যায়, মোহামেডানের কর্মকর্তারা তাকে আটকে রাখার চেষ্টা করেন এবং পরে শান্ত হওয়ার পর তাকে গ্যালারি থেকে নামিয়ে আনা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ