স্পোর্টস ডেস্ক
ফুটবল দুনিয়ার দুই মহাতারকা—ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি—একই রাতে সেমিফাইনাল থেকে বিদায় নিলেন, ভাঙল তাদের জয়ের স্বপ্ন। একদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগ, অন্যদিকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ—দুই মহাদেশীয় মঞ্চেই মুখ থুবড়ে পড়ল রোনালদো ও মেসির ক্লাব।
বুধবার রাতে জেদ্দায় কাওয়াসাকি ফ্রন্তেলের কাছে ৩–২ গোলে হারে রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচের শেষ মুহূর্তে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। হতাশায় মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা রোনালদোর মুখ যেন ফুটবলভক্তদের হৃদয়ে ছুঁয়ে যায়।
মেসির রাতও সুখকর ছিল না। বৃহস্পতিবার ভোরে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ইন্টার মায়ামি ৩–১ গোলে হারলে দুই লেগ মিলিয়ে ৫–১ ব্যবধানে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ক্লাবটি। ম্যাচের শুরুতে মেসির পাস থেকে গোল করলেও পরে নিজে কোনো সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। উল্লেখযোগ্যভাবে, ভ্যাঙ্কুভারের বিপক্ষে এটি মেসির ক্যারিয়ারের প্রথম টানা দুই পরাজয়।
একই রাতের পরাজয় দুই কিংবদন্তির ভক্তদের এনে দিল এক ভোরের বিষাদ। বয়স বাড়লেও পেশাদারিত্ব ও জয়ের ক্ষুধা যাদের এখনও অনন্য, তাদের এই সমান্তরাল ব্যর্থতা যেন ফুটবলের এক নির্মম কাব্য।


