বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ নিজেকে ফ্যাসিস্টদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। শনিবার (৩ মে) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার ফ্যাসিস্টদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।”
সম্প্রতি দেশে-বিদেশে তার ব্যবসায়িক প্রসার এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে কিছু আলোচনা চলছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি নতুন সরকারের অধীনে বোর্ড প্রেসিডেন্ট হয়েছি। সরকার যদি মনে করত আমার সঙ্গে কারও সংশ্লিষ্টতা আছে, তাহলে আমি এই পদে থাকতাম না।”
ফারুক আরও বলেন, “ভালো কাজগুলো অনেক সময় আড়ালে পড়ে যায়। গঠনমূলক সমালোচনার দরজা সবসময় খোলা। তবে উদ্দেশ্যপ্রণোদিত বা অপ্রয়োজনীয় সমালোচনা আমাদের মূল কাজ থেকে মনোযোগ সরিয়ে দেয়।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে যেকোনো খোলা আলোচনা এবং সত্য তথ্য তিনি স্বাগত জানাবেন।


